Channel: Labib Ittihadul
Category: Travel & Events
Tags: কটকা অভয়ারণ্যittihadulsundarbanssundarbanwild deerkotka wildlife sanctuaryইত্তিহাদুলkochikhali wildlife sanctuaryসুন্দরবনmangrove forestkotka sanctuaryকটকাকচিখালি অভয়ারণ্যভ্রমণlabibকটকা সমুদ্র সৈকতkotka
Description: জাহাজে ৩ দিন ২ রাত সুন্দরবন রিল্যাক্স ট্রিপের অংশ কটকা ট্রিপ। কিভাবে যেতে হয় ইত্যাদি সব তথ্য পেয়ে যাবেন নিচের লিঙ্কের ভিডিওতে youtu.be/y_fVm93VWhI কটকাঃ সুন্দরবনের দক্ষিণ পূর্বকোণে অবস্থিত কটকা। সুন্দর বনের আকর্ষনীয় স্থান গুলোর মধ্যে অন্যতম এ কটকা। মংলাবন্দর থেকে প্রায় ৯০কিঃমিঃ দূরে অবস্থিত । এখানে বন বিভাগের একটি রেস্ট হাউস আছে। সামনেই দেখা যায় সাগরের অথৈ জল রাশির বিশাল বিশাল ঢেউ। এর আশ পাশে রয়েছে অসংখ্য ছোট বড় খাল। এসব খালে নৌকা নিয়ে ভ্রমন খুবই মজাদার। প্রকৃতির রূপ ও বিচিত্র রহস্যময় অভিজ্ঞতা অর্জনের এক অপুর্ব সুযোগ। খালের ধারে দেখা যায় দলে দলে চিত্রল হরিণ চরে বেড়াতে। এছাড়া বানর, উদবিড়াল ও বন মোরগ দেখা যায়। মাঝে মাঝে বাঘের গর্জনও শোনা যায়। অন্ধকার রাতে লক্ষ কোটি জোনাকীর আলোর মেলা মুগ্ধ ও বিমোহিত করে তোলে। সব মিলিয়ে কটকা একটি সৌন্দর্য উপভোগ করার স্থান। নোটঃ ৩ বছর পর আবার ইউটিউবে ভিডিও দেয়া শুরু। কিন্তু বাস্তবতা হচ্ছে পিসিতে স্পেস নাই। তাই পুরাতন ভিডিও গুলো না পারতেছি ডিলিট করতে (মায়া লাগে), না পারতেছি যায়গার অভবে রাখতে, তাই আপলোড করতে হচ্ছে। ভিডীওটি ডিসেম্বর, ২০১৮ সালের। আমি ইউটিউব ছেড়ে দেয়ার সময়কার। Facebook facebook.com/TheLabib Instagram instagram.com/Labib_ittihadul Tiktok tiktok.com/@labibittihadul Join Facebook Group facebook.com/groups/travelsyndicate Business Contact: xlabib@gmail.com